এই মুহূর্তে কলকাতা

এবার উচ্চমাধ্যমিক স্তরের সিলেবাসে করোনা ভাইরাস সংক্রান্ত একটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

কলকাতা, ১১ সেপ্টেম্বর:- করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ এবং অল্প বয়স্ক দের এই পর্যায়ে বেশি পরিমাণ সংক্রমিত হওয়ার আশঙ্কার প্রেক্ষিতে এই ভাইরাস সম্পর্কে শিক্ষা দপ্তর ছোটদের ওয়াকিবহাল করে তুলতে উদ্যোগী হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই রাজ্যে উচ্চমাধ্যমিক স্তরের সিলেবাসে নভেল করোনা ভাইরাস সংক্রান্ত একটি অধ্যায় অন্তর্ভূক্ত করা হচ্ছে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে। একাদশ শ্রেণির ‘শিক্ষা ও স্বাস্থ্য’ শীর্ষক অধ্যায়ে এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। করোনাভাইরাস এর চরিত্র কি, কিভাবে তা সংক্রমিত হয় সে সম্পর্কে বিস্তারিত তথ্য সেই অধ্যায় থাকছে। করোনা রুখতে প্রয়োজনীয় সর্তকতা, স্বাস্থ্যবিধি এবং চিকিৎসা সংক্রান্ত তথ্যও পড়ুয়াদের উপযোগী করে সেখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর পাশাপাশি আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমেও করোনা করোনা সংক্রান্ত অধ্যায় স্থান পাচ্ছে বলেও জানা গেছে। করোনাভাইরাসেরর পাশাপাশি ম্যালেরিয়া সহ বিভিন্ন সংক্রামক রোগ সম্পর্কে বিস্তারিত তথ্য পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।