এই মুহূর্তে জেলা

‘সেতু’র বর্ষপূর্তিতে হাওড়ায় কোভিড যোদ্ধা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মান জ্ঞাপন।


হাওড়া, ১১ সেপ্টেম্বর:- রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে এবং ‘প্রোটেক্ট দ্য ওয়ারিয়র’ এর সহযোগিতায় গত এক বছর ধরে গোটা হাওড়া জেলা জুড়ে ‘সেতু’ ভার্চুয়াল মাধ্যমে বহু খ্যাতনামা বিশিষ্ট চিকিৎসকেরা করোনা আক্রান্তদের চিকিৎসা সংক্রান্ত পরিষেবা দিয়ে চলেছেন। এই ‘সেতু’র বর্ষপূর্তি উপলক্ষ্যে শনিবার সকালে হাওড়া শরৎ সদন ১ নং হলে করোনা যোদ্ধা এইসব চিকিৎসক এবং এই কাজে যুক্ত স্বাস্থ্যকর্মীদের টিম ‘সেতু’র তরফ থেকে সংবর্ধনা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী অরূপ রায় সহ কোভিড যুদ্ধে সামিল খ্যাতনামা চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

এছাড়াও হাওড়ার পুর কমিশনার ধবল জৈন, পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরি দাস, সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য, বিধায়ক কল্যাণ ঘোষ, সীতানাথ ঘোষ, ডাঃ রানা চ্যাটার্জি, প্রিয়া পাল, সেতু’র আহ্বায়ক তুষার কান্তি ঘোষ সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অরূপ রায় জানান, যেভাবে এই সমস্ত চিকিৎসকেরা কোভিড আক্রান্তদের পাশে দাঁড়িয়ে ভার্চুয়াল মাধ্যমে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন তাদের জন্য আমরা গর্বিত। প্রায় ২ হাজার চিকিৎসক মানুষের পাশে এইভাবে সেবা করে চলেছেন। এরমধ্যে হাওড়ার বেশ কয়েকজন বিশিষ্ট চিকিৎসকও রয়েছেন। আগামী দিনে এই ভাবেই কোভিড আক্রান্তদের পাশে আমরা থাকবো। করোনার তৃতীয় ঢেউ প্রতিরোধ করব।