এই মুহূর্তে জেলা

আরামবাগে দ্রুত মেডিকেল কলেজ চালুর তৎপরতা স্বাস্থ্য দপ্তরে।


আরামবাগ, ১০ সেপ্টেম্বর:- আরামবাগে মেডিকেল কলেজ দ্রুত চালু করার জন্য তৎপরতা দেখা যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের।একদিক মেডিকেল কলেজের বিল্ডিং তৈরি কাজ যেমন দ্রুত হচ্ছে তেমনি এদিন মেডিকেলের ছাত্র ছাত্রীদের হস্টেলের জন্য পরিদর্শন করলেন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন আরামবাগের প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল রমা প্রসাদ রায় থেকে শুরু করে আরামবাগ মহকুমা হাসপাতালের সুপার সভ্যসাচী সরকার, আরামবাগ নেতাজী মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল অসীম দে সহ অন্যান্য আধিকারিক।

জানা গিয়েছে আরামবাগের মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদের হস্টেলের জন্য আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে পরিদর্শন করেন তারা।এখানে অস্থায়ী ভাবে মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদের রাখার পরিকল্পনা করা হয়েছে। সুত্র মারফৎ জানা গেছে মোট ১২০ জন ছাত্র ছাত্রীর জন্য দুটি হস্টেল পরিদর্শন করেন। এই বিষয়ে আরামবাগ মেডিকেল কলেজের প্রিন্সিপাল রমা প্রসাদ রায় জানান,মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদের হস্টেলের জন্য সার্ভে করা হলো।অস্থায়ী ভাবে এদিন দেখা হয়েছে। চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি।