এই মুহূর্তে কলকাতা

প্রতিমাসে সর্বোচ্চ ৯ হাজার টাকা রোজগার করলেও পারিবারিক পেনশন যোগ্য বলেই বিবেচিত হবে।


কলকাতা, ৯ সেপ্টেম্বর:- রাজ্য সরকারের পারিবারিক পেনশন প্রাপকদের ন্যূনতম আয়ের সীমা বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতিমাসে সর্বোচ্চ মাসিক ৯ হাজার টাকা রোজগার করলেও পারিবারিক পেনশন পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে। রাজ্যের অর্থ দপ্তর এই মর্মে নির্দেশিকা জারিঙ্করেছে। এরফলে রাজ্যের প্রায় সাত লক্ষ্য পেনশন প্রাপকের পরিবারের সদস্যরা উপকৃত হবেন।

উল্লেখ্য সাম্প্রতিক কলে পেনশন, পারিবারিক পেনশনের ক্ষেত্রে ঊর্ধ্বসীমাও বাড়ানো হয়েছে। পেনশনের ঊর্ধ্বসীমা ৩৫ হাজার টাকা থেকে বেড়ে হবে ১ লক্ষ ৫০০ টাকা। পারিবারিক পেনশনের ঊর্ধ্বসীমা ২১ হাজার টাকা থেকে বেড়ে হবে ৬০,৩০০ টাকা। রাজ্য সরকারি কর্মচারীদের মৃত্যুজনিত বা অবসরকালীন গ্র্যাচুইটিও ৬ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১২ লক্ষ টাকা করা হয়েছে।