এই মুহূর্তে জেলা

প্রকল্প দুয়ারে সরকারঃ রাতে গরম চা, বিস্কুট, পানীয় জলের বন্দোবস্ত করলো তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা।


হাওড়া, ৯ সেপ্টেম্বর:- দুয়ারে সরকার ক্যাম্পে রাত থেকে লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের হাতে হাতে গরম চা, বিস্কুট, পানীয় জল তুলে দিচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা। বুধবার রাতে এমনই ছবি দেখা গেল হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্র এলাকায়। সাঁত্রাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন এবং বেতড় বরো অফিসের দুয়ারে সরকার ক্যাম্পে শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা সাধারণ মানুষের জন্য এই গরম চা, বিস্কুট এবং ঠান্ডা পানীয় জলের বন্দোবস্ত করেন। শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের তরফে সুপ্রভাত মশাট বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলোর সুবিধা নিতে সাধারণ মানুষ খুবই উৎসাহী। হাওড়াতেও দুয়ারে সরকার ক্যাম্পগুলোতে মানুষের ব্যাপক ভীড় সেই কথাই প্রমাণ করে দিচ্ছে।

অনেকেই প্রকল্পে নাম নথিভুক্ত করতে মধ্যরাত বা ভোররাত থেকে লাইন দিচ্ছেন। সেই ছবি দেখেই আমরা তাঁদের কথা ভেবে বিনামূল্যে এই চা, বিস্কুট আর পানীয় জলের বন্দোবস্ত করেছি। বুধবার মধ্যরাতে শিবপুর বিধানসভা কেন্দ্র এলাকার ৪৩, ৪৫, ৪৬, ৪৭, ৪৮ নং ওয়ার্ডের দুয়ারে সরকার ক্যাম্পে আমরা তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা পৌঁছে গিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী মনোজ তিওয়ারির নির্দেশে শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে মধ্যরাতে দুয়ারে সরকার ক্যাম্পে সচেতনতামূলক প্রচার করা হয় এবং মানুষের সেবায় চা, পানীয় জল, বিস্কুট সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়।