এই মুহূর্তে জেলা

চন্দননগরে মদ্যপানরত অবস্থায় ভুয়ো ডব্লিউ, পি,এস অফিসার পুলিশের জালে।


সুদীপ দাস, ৯ সেপ্টেম্বর:- এবারে এক ভূয়ো ডব্লুিউ.পি.এস অফিসার পুলিশের জালে। তাও আবার মদ্যপানরত অবস্থায়। বুধবার রাত সওয়া এগারোটা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর চন্দননগর থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রানী ঘাটের সামনে। ধৃতের নাম সিদ্ধার্থ চক্রবর্তী। বয়স আনুমানিক ৩২ বছর। বাড়ি চন্দননগর বক্সি গলিতে। এদিন রাতে চন্দননগরে টহলরত পুলিশ কর্মীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দননগর থানার আইসি। তিনি দেখেন রানি ঘাট লাগোয়া স্ট্র্যান্ড রোডের পাশে একটি সাদা রংঙের স্করপিও গাড়ি। গাড়ির সামনে এবং পিছনের কাঁচে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা। পাশাপাশি গাড়ির মাথায় লাল বাতি এবং সামনের দিকে নীচে নীল ফ্ল্যাশার লাইট লাগানো। গাড়ির সবকটি জানালার কাঁচ তোলা। আইসি সাহেব চেস করতেই গাড়ির দরজা খোলা হয়। ভিতরের তখন বসে রয়েছে ভূয়ো ডিএসপি পরিচয় দেওয়া সিদ্ধার্থ এবং সঙ্গে আরও দুজন। সকলেই মদ পান করছিলো বলে পুলিশের দাবী। কাগজপত্র দেখেই আইসি বুঝতে পারেন সব ভূয়ো। এরপরই সিদ্ধার্থ সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টির গুরুত্ব বুঝে সুয়ো-মোটো মামলা করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ভূয়ো ডিএসপি পরিচয়ে সিদ্ধার্থ এতদিন কি কি বেআইনি কাজ করেছে সেগুলি খতিয়ে দেখছে পুলিশ।