এই মুহূর্তে জেলা

মাদক খাইয়ে টোটো ছিনতাইয়ের ঘটনা মন্তেশ্বরে।


পূর্ব বর্ধমান, ৮ সেপ্টেম্বর:- টোটো চালককে মিষ্টির মধ্যে মাদক খাইয়ে টোটো ছিনতাইয়ের ঘটনা ঘটলো মন্তেশ্বরে। বুধবার দুপুরে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির অফিসের সামনে ঘটনাটি ঘটে। ওই টোটো চালক অসুস্থ অবস্থায় থাকতে দেখে কিছু লোক উদ্ধার করে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করার জন্য নিয়ে যাওয়া হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মন্তেশ্বরের সোনাডাঙ্গা গ্রামের বাসিন্দা টোটো চালক আবু তাহের শেখ দিন দশেক আগে তার টোটোটি কেনেন। মন্তেশ্বরের কুসুম গ্রাম বাসস্ট্যান্ড থেকে যাত্রী তুললেন তিনি। টোটো চালকের এক আত্মীয় শেখ সবির আলী জানান, মঙ্গলবার ইমিটেশনের ব্যবসায়ী পরিচয় দিয়ে দুই ব্যক্তি টোটোটি ভাড়া করেছিল মঙ্গলবার নানান জায়গায় ঘুরিয়ে বৈকালে ভাড়া মিটিয়ে দিয়ে চলে যায়।

বুধবার সকালে তারা বাড়িতে থাকা কালিন সময়ে আবু তাহেরকে মোবাইলে কল করে কুসুম গ্রামে টোটো নিয়ে দাঁড়াতে বলে। কয়েক ঘন্টা পর দুপুর নাগাদ ওই টোটো চালককে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সামনে একটি গাছের নিচে নেশাচ্ছন্ন অবস্থায় দেখতে পায় তার পরিচিত লোকজন। ওই টোটো চালক জানায়, মঙ্গলবারের টোটো ভাড়া করা যাত্রীরা তাকে টিফিন করার জন্য রাস্তায় মন্ডা খেতে দেয়। সেটি খাওয়ার পর অসুস্থ অনুভব করলে তাকে গাছের নিচে বসে দিয়ে তার টোটোটি নিয়ে চলে যায়। চোখের সামনে সবকিছু দেখলেও শরীরে শক্তি না থাকায় তিনি সে কথা কাউকে জানাতে পারেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করনের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।