এই মুহূর্তে জেলা

নবান্নে অভিযোগ জানাতে আসার পথে ধূলাগোড় টোলপ্লাজায় আটকে দিল পুলিশ , বিক্ষোভ।


হাওড়া, ২ সেপ্টেম্বর:- নবান্নে অভিযোগ জানাতে আসার পথে ডেবরা ১১২ নম্বর টোলপ্লাজার কর্মীদের হাওড়ায় ধূলাগোড় টোলপ্লাজায় আটকে দেওয়া হলো। সেখানেই আটকে পড়া টোলকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনা ঘটে। টোলপ্লাজার কর্মীদের অভিযোগ, স্বজনপোষণ করে পুরানো টেন্ডার বলপূর্বক বাতিল করে নতুন টেন্ডার দাখিল করা হয়েছে। এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে আসার পথে পুলিশ তাদের আটকে দেয় ধূলাগোড় টোলপ্লাজায়। নবান্নে না আসতে পেরে সেখানে বিক্ষোভ হয়। টোলপ্লাজার কর্মী কিঙ্কর দলুই জানান, মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা অভিযোগ নিয়ে নবান্ন যাচ্ছিলেন। তখন টোলপ্লাজায় তাদের আটকানো হয়। তারা বিভিন্ন সমস্যার কথা জানাতে নবান্নে আসছিলেন। সেখানে পুলিশ বাধা দেয়। তাঁরা ১১২ নম্বর টোল প্লাজার কর্মচারী। এখন যারা টেন্ডার নিয়েছেন তাদের লোকজন এসে হুমকি দিচ্ছেন বলেও তাঁর অভিযোগ।