আরামবাগ, ২ সেপ্টেম্বর:- রাজ্য সরকার দুয়ারে রেশন প্রকল্প ঘোষনা হবার পর থেকেই রেশন ডিলারদের মধ্যে চাপা ক্ষোভ জমা হচ্ছিল। এদিন তার বহিঃপ্রকাশ দেখা গেলো হুগলি জেলার আরামবাগ মহকুমার খাদ্য দপ্তরে। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসা রেশন ডিলাররা জোট বদ্ধ হয়ে আরামবাগ মহকুমার খাদ্য দপ্তরে দুয়ারে রেশন প্রকল্পের বিরোধিতা করে ব্যাপক বিক্ষোভ দেখায় এবং পাশাপাশি খাদ্য দপ্তের একটি ডেপুটেশন জমা দেন। রেশন ডিলারদের দাবী, সরকার তাদের সাথে আলোচনা না করেই দুয়ারে রেশন প্রকল্প ঘোষনা করেছে। কিন্তু দুয়ারে রেশন নিয়ে সরকারে নিদিষ্ট কোনও গাইড লাইন নেই। আর রেশন ডিলাররা দুয়ারে গিয়ে রেশন দিতে পারবে না। কারন প্রতন্ত্য এলাকাগুলিতে গাড়ি নিয়ে গিয়ে রেশন দেওয়া সম্ভব নয়। তাছাড়া এই দুয়ারে রেশন প্রকল্প নিয়ে সরকার ডিলারদের আলাদা ভাবে কমিশনও ঘোষনা করেনি।
তাই এই দুয়ারে রেশন প্রকল্প মানা তাদের পক্ষে সম্ভব নয় বলে জানান রেশন ডিলাররা। এই বিষয়ে আরামবাগ মহকুমা রেশন ডিলার সংগঠনের সম্পাদক দিলীপ ঘোষ বলেন, দুয়ারে রেশন দিতে যাওয়া কোনও মতেই সম্ভব নয়। এই প্রকল্প মেনে যায় না। ডিলারদের কমিশনের কথা বলা নেই। এমন কি সঠিক ভাবে গাইড লাইনও প্রকাশ করা হয়নি। এই ঘোষনার পর খানাকুলের বালিপুর এলাকার এক রেশন ডিলার আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সরকারের উচিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। অপরদিকে আরামবাগ মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিক অভিজিৎ মাইতি জানান, এটা একটা পাইলট প্রোজেক্ট। দফায় দফায় আলোচনা চললে। ডিলারদের বেশ কিছু অভিযোগ রয়েছে। খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। সব মিলিয়ে এখন দেখার রেশন ডিলারদের স্বার্থে প্রশাসন কি পদক্ষেপ নেয়।