এই মুহূর্তে জেলা

পরমানু বোমা তৈরীর উপকরন সহ গ্রেফতার সিঙ্গুরের শৈলেন ও পোলবার অসিত।


সুদীপ দাস, ২৫ আগস্ট:- কলকাতা এয়ারপোর্ট থানা এলাকায় কিউক্লিয়ার বোমা তৈরীর উপকরণ, ক্যালিফর্নিয়াম স্টোন সহ গ্রেফতার হওয়া হুগলীর সিঙ্গুরের বাসিন্দা শৈলেন কর্মকার পেশায় স্বর্নশিল্পী। শৈলেনের স্ত্রীর দাবী কোয়েম্বাটুরে থেকে সোনার কাজ করতেন শৈলেন।মায়ের পা ভেঙে যাওয়ায় দু’মাস আগে তিনি সিঙ্গুরের বাড়িতে আসেন। তাঁর দাবী তার স্বামী এধরনের কাজের সাথে যুক্ত থাকতে পারেনা। ৫ম শ্রেনী পর্যন্ত পড়াশুনা করেছেন। শৈলেন অত্যন্ত সাধাসিধে মানুষ। শৈলেনের প্রতিবেশিরা এই ঘটনায় হতবাক। পাড়ায় ভালো ছেলে হিসাবে পরিচিত শৈলেন কিকরে এমন কান্ডে জরিয়ে পড়ল বুঝে উঠতে পারছেন না তারা। এই ঘটনায় গ্রেফতার হওয়া অপরজনের বাড়ি হুগলীর পোলবা থানার পাউনান গ্রামে।

তার নাম নাম অসিত ঘোষ। অসিত কয়েক দিন ধরে শৈলেনের সাথে দেখা করতে আসতো বলে শৈলেনের স্ত্রী জানিয়েছেন। গতকাল সকালে শৈলেন কোলকাতা যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু তারপর আর ঘরে ফেরেনি। সংবাদমাধ্যমের কাছ থেকে শৈলেনের গ্রেফতারের খবর জানতে পারে তার পরিবার।অসিতের বাড়িতে আজ পোলবা থানার পুলিশ যায়। পুলিশকে অসিতের পরিবার জানিয়েছে গত অসিত চাষ নিয়ে থাকত। সম্প্রতি জমি বেচাকেনার কাজে যুক্ত হয়। এক সপ্তাহ আগে তারকেশ্বর যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়। ফোনে ছেলের সঙ্গে কথা বলত তবে এই কয়দিন বাড়ি ফেরেনি। গতকাল থেকে ফোন সুইচড অফ রয়েছে। আজ পরিবার তার গ্রেফতারের খবর জানতে পারে।