এই মুহূর্তে জেলা

দক্ষিণেশ্বরে অভিনব উদ্যোগ, ঢাকের বাজনার শব্দে মাতিয়ে তুলছেন মহিলা ঢাকীরা।


উঃ২৪পরগনা, ৩১ অক্টোবর:- দক্ষিণেশ্বর মা ভবতায়নীর মন্দিরে আজ কালীপুজো উপলক্ষে অভিনব উদ্যোগ মন্দির কর্তৃপক্ষ গ্রহণ করেছে ৩০ জন মহিলা ঢাকি মাকে মায়েরা ঢাকের বাজনার শব্দে মাতিয়ে তুলেছেন দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গন সেজে উঠেছে মা ভবতারিনির মন্দির এই বিশেষ দিনে অগণিত ভক্ত মা ভবতারিণীকে পুজো দিতে এসেছেন।