এই মুহূর্তে জেলা

দাশনগরে ভীড়ের চাপে চূড়ান্ত বিশৃঙ্খলা দুয়ারে সরকার ক্যাম্পে। অসুস্থও হয়ে পড়লেন অনেকে।

হাওড়া, ২৬ আগস্ট:- হাওড়ার দাশনগরে ভীড়ের চাপে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হলো দুয়ারে সরকার ক্যাম্পে। বালিটিকুরির মুক্তারাম দে স্কুলের ক্যাম্পে হুড়োহুড়িতে ধাক্কাধাক্কিতে মাটিতে পড়েও যান অনেকে। অসুস্থ হয়ে পড়েন অনেকে। চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয় সেখানে। পুলিশের পদস্থ আধিকারিক থেকে শুরু করে সদর মহকুমা শাসক সেখানে পৌঁছে যান। বৃহস্পতিবার দুয়ারে সরকার ক্যাম্পে ভীড় জমান বহু মানুষ। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম তুলতে ভীড় ছিল মহিলাদেরও।

হাওড়ার ৪৯ নম্বর এবং ৫০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বহু মানুষ এই দুয়ারে সরকার ক্যাম্পে এসেছিলেন। কেউ কেউ ভোররাত থেকে লাইনে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, অতিরিক্ত ভীড়ের চাপে হুড়োহুড়িতে বেশ কয়েকজন মাটিতে পড়ে যান। অনেকে ভীড়ের চাপে প্রচন্ড গরমে অসুস্থতা বোধ করতে থাকেন। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ফোর্স ঘটনাস্থলে ছুটে আসে। র‍্যাফ মোতায়েন করা হয়। দাশনগর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।