এই মুহূর্তে জেলা

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল এক কিশোরের আরামবাগে।

আরামবাগ, ২৫ আগস্ট:- আবারও ব্রজঘাতে মৃত্যু। এই ঘটনায় শোকাহত এলাকা। স্থানীয় সুত্রে জানা গিয়েছে একই সাথে ব্রজাঘাতে এক জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর একজন নদীর জলে পড়ে নিখোঁজ হয়ে যান এবং আর একজন গুরুতর আগত হয়ে হাসপাতালে ভর্তি হয়। ঘটনাটি ঘটেছে আরামবাগের মানিকপাঠ এলাকায়। এদিন আরামবাগের মানিকপাঠ এলাকায় বজ্রাঘাতে মৃত্যু হল নৈসরাই এলাকার বাসিন্দা সূর্য মুর্মুর। মাছ ধরার সময় এই ঘটনা ঘটে।পাশাপাশি কৃষ্ণ হাঁসদা নামে এক যুবক নিখোঁজ হয়।এমন কি রূপচাঁদ মুর্মু মারাত্মক জখম অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তিন জন আরামবাগর ওপর দিয়ে প্রভাবিত দ্বারকেশ্বর নদীতে এই তিনজন ত্রেমনি নদীতে মাছ ধরছিলেন। সেই সময়ই বিকট শব্দে ব্রজঘাত পড়ে মর্মান্তিক ঘটনা ঘটে।