এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রীয় সরকারের অ্যাসেট মনিটাইজেশন প্রকল্পের তীব্র বিরোধিতা করলো তৃণমূল।

কলকাতা, ২৪ আগস্ট:- তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের অ্যাসেট মানিটাইজেশন প্রকল্পের তীব্র বিরোধিতা করেছে।এই প্রকল্প বাস্তবায়িত হলে সরকারি সংস্থা ও জনগণের সম্পদ বেসরকারি হাতে চলে যাবে। মানুষের জীবন-জীবিকা নিরাপত্তা থাকবেনা বলে তৃণমূল কংগ্রেস মনে করে। তৃণমূল ভবনে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের মুখপাত্র শুখেন্দু শেখর রায় অভিযোগ করেন এই প্রকল্পের বিষয়ে সরকার সংসদে কোনও প্রকার আলোচনা করেনি।

একতরফা ভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে সরকার অল্প সময়ের জন্য লিজ দেওয়ার কথা বললেও রিপোর্ট অনুযায়ী ২৫ থেকে ৩০ বছরের জন্য সরকারি সম্পদ লিজ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পড়ে সেই চুক্তি পুনর্নবীকরণ এর সুযোগ রয়েছে। এর ফলে ওইসব সরকারি সম্পদ কিভাবে বেসরকারি হাতে চলে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এই প্রসঙ্গে সুখেন্দু শেখর বাবু নীতি আয়োগের ভূমিকার ও সমালোচনা করেছেন।