এই মুহূর্তে কলকাতা

লোক শিল্পীদের জরুরি ভিত্তিতে করোনার টিকা দেওয়ার উদ্যোগ নিলো সরকার।

কলকাতা, ২১ জুন:- রাজ্য সরকার রাজ্যের দুই লক্ষের বেশি লোক শিল্পী কে বিনামূল্যে জরুরী ভিত্তিতে করোনা টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে। লোকপ্রসার প্রকল্পের আওতায় থাকা এই সব শিল্পীদের তালিকা প্রস্তুত করে দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করতে ইতিমধ্যেই সমস্ত জেলার জেলাশাসক দের নির্দেশ দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বেশি থাকায় এই ধরনের শিল্পীদের জরুরী ভিত্তিতে টিকা প্রদানের উপর জোর দেওয়া হয়েছে।

এর পাশাপাশি অন্যান্য সংগীতশিল্পী, নৃত্যশিল্পী ,বাচিক শিল্পী সহ শিল্প জগতের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে টিকা দেওয়ার পরিকল্পনা তৈরি করা হয়েছে। বাংলা একাডেমি, কবিতা একাডেমি, দলিত একাডেমির মত রাজ্য সরকারের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা প্রদানের ব্যবস্থা করা হবে। টেলিভিশন যাত্রা নাটক ইত্যাদি শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের জন্য আলাদা করে টিকাকরণ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।