জেলা এই মুহূর্তে

শিশুশ্রম ও শিশু ভিক্ষাবৃত্তি প্রতিরোধে সচেতনতা শিবির বেলুড়ে।


হাওড়া, ২৪ আগস্ট:- শিশু ভিক্ষাবৃত্তি ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো হাওড়ার বেলুড়ে। মঙ্গলবার সকালে বেলুড় মঠের সামনে এই নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের উদ্যোগে। জানা গেছে, কলকাতার কালীঘাট, উত্তর ২৪ পরগনার দক্ষিণেশ্বর এবং হাওড়ার বেলুড় মঠ এই তিনটি জায়গায় এবার এই বিশেষ ক্যাম্প করা হচ্ছে। শিশুদের দিয়ে যাতে ভিক্ষাবৃত্তি করানো বন্ধ হয় এবং শিশুশ্রম যাতে বন্ধ হয় এই নিয়ে মানুষকে সচেতন করা হয়।

উদ্যোক্তাদের বক্তব্য, প্রতিটা শিশু যাতে স্কুলে লেখাপড়ার জন্য যায় এই উদ্দেশ্য নিয়েই তাদের এই সচেতনতা শিবির। তিনটি জেলার এই কর্মসূচিতে পুলিশ প্রশাসনের পাশাপাশি ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বেলুড় মঠ এলাকায় এই কর্মসূচি উপলক্ষে ফ্লেক্স, পোস্টারিং করা হয়। পথচলতি মানুষ ও মঠের দর্শনার্থীদের লিফলেট বিলি করে শিশু ভিক্ষাবৃত্তি ও শিশুশ্রম প্রতিরোধে সচেতন করা হয়।