এই মুহূর্তে জেলা

ওভার লোডিং বন্ধের বিশেষ সচেতনতা শিবির সিঙ্গুরে।

হুগলি , ১৭ আগস্ট:- সিঙ্গুর রতনপুর দূর্গাপুর হাইওয়ে উপর হুগলি জেলা ট্টাক ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওভারলোডিং বন্ধের জন্য বিশেষ সচেতনতা শিবির হয়ে গেলো মঙ্গলবার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্ন।হুগলি ইউনাইটেড ট্রাক ওনারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাবী, পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী নির্দেশে–২০২৩ -WT/3M-128/1997(Part lll D) Date30/7/2021 ট্রাক ওভারলোডিং এর উপর যে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন এবং ওভারলোডিং এর উপর দশগুণ জরিমানা ধার্য করেছেন ও তার সঙ্গে টন প্রতি দুই হাজার টাকা ও তিনবার ফাইন দেবার পর গাড়ীর রেজিষ্টাশান বাতিলের সিন্ধান্ত নিয়েছে এই সরকার।

তাকে সমর্থন করে ট্রাকগুলি আন্ডার লোডে চলছে। কিন্তু দেখা যাচ্ছে, কিছু অসাধু প্রশাসনের কর্তা ও থানার প্যাডপাটী ,ডাকপাটী, লোকেশনে লোকেদের প্রচুর টাকার বিনিময় এখন ও শয়ে শয়ে ওভারলোড ট্রাক ৪০-৫০ টন করে চলছে পরিবহন মন্ত্রীর কথা অমান্য করে। কিন্তু যারা সরকারের কথা ট্রাক চালাছে তারা গাড়ি চালাতে পারছে না। এই নিয়ে এদিন সচেতনতা শিবিরের আয়োজন করা হয় সিঙ্গুরে।এই বিষয়ে মন্ত্রী বেচারাম মান্না আশ্বাস দেন, আইন মেনে যাতে ট্রাক পরিবাহিত তার ব্যবস্থা করবে সরকার।