এই মুহূর্তে কলকাতা

বিরোধীদের অভিযোগের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করতে আরো একমাস সময় নিলেন মুকুল।

কলকাতা, ১৭ আগস্ট:- বিরোধীদের অভিযোগের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করতে আরও একমাস সময় চেয়েছেন মুকুল রায়। তার বিধায়ক পদ খারিজ নিয়ে বিজেপির আবেদনের প্রেক্ষিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কে চিঠি দিয়ে তিনি এই আবেদন জানান বলে বিধানসভা সূত্রে জানা গেছে।এদিন অধ্যক্ষের ঘরে এই সংক্রান্ত শুনানিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাজির থাকলেও মুকুলবাবু ছিলেন না।

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সোমবার রাতেই তিনি অধ্যক্ষকে চিঠি দিয়ে হাজিরার জন্য একমাস সময় চেয়ে নিয়েছেন।কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুলবাবু গত এগারোই জুন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে তার বিধায়ক পদ খারিজ নিয়ে বিরোধী দলনেতার আবেদনের প্রেক্ষিতে এখনো পর্যন্ত দুটি শুনানি হয়েছে।