Uncategorized

নিরাপত্তা জোরদার করতে স্নিফার ডগ দিয়ে তল্লাশি হাওড়া ও শেওড়াফুলি স্টেশনে।

সোজাসাপটা ডেস্ক, ১৪ আগস্ট:- ১৫ আগস্ট উপলক্ষে স্নিফার ডগ দিয়ে স্টেশন চত্তর থেকে রেল লাইন তল্লাসি চালালো শেওড়াফুলির জিআরপির পুলিশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাওড়া – বর্ধমান মেন লাইন শাখার শেওড়াফুলি জংশন স্টেশন। স্টেশন চত্তরটিকে নিরাপত্তা চাদরে মুরে ফেলা হয়েছে। পুলিশকর্মীদের নজর দাড়ির পাশাপাশি স্নিপার ডগ দিয়ে স্টেশন চত্তরের সমস্ত জায়গা সহ রেল লাইনের বিভিন্ন জায়গায় তল্লাসি চালাচ্ছেন জিআরপির পুলিশকর্মীরা। পুলিশের পক্ষ থেকে মাইকে ঘোষনা করা হচ্ছে। সাধারন যাত্রীদের উদ্যেশ্যে সতর্ক বার্তা। অজানা কোন জিনিসে হাত দেবেন না, আজানা কোন মানুষের খাবার খাবেন না, সন্দেহ কিছু জিনিস দেখলে সঙ্গে সঙ্গে জিআরপি পুলিশকে জানাতে।

শেওড়াফুলি জিআরপির অফিসার ইনচার্জ গোপাল গাঙ্গুলি বলেন প্রতি বছরই তল্লাসি চালানো হয়। এবছরটা একটু অন্যভাবে দেখা হচ্ছে তাই আরো বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের জিআরপি পুলিশ ২৪ ঘন্টা সতর্ক রয়েছে। পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে হাওড়া স্টেশনেও। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা স্টেশন চত্বর। শনিবার সকাল থেকেই শুরু হয়েছে বিশেষ চেকিং। স্নিফার ডগ ও উচ্চ ক্ষমতাসম্পন্ন মেটাল ডিটেক্টর দিয়ে চলছে ট্রেন ও পার্কিং এ সথাকা গাড়ির চেকিং। স্টেশনে আরপিএফ, জিআরপির আধিকারিকরা নজরদারি চালাচ্ছেন। স্টেশনের বাইরেও হাওড়া সিটি পুলিশের তরফ থেকে বিশেষ তল্লাশি চলছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে হাওড়া স্টেশনেও। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা স্টেশন চত্বর। শনিবার সকাল থেকেই শুরু হয়েছে বিশেষ চেকিং। স্নিফার ডগ ও উচ্চ ক্ষমতাসম্পন্ন মেটাল ডিটেক্টর দিয়ে চলছে ট্রেন ও পার্কিং এ সথাকা গাড়ির চেকিং। স্টেশনে আরপিএফ, জিআরপির আধিকারিকরা নজরদারি চালাচ্ছেন। স্টেশনের বাইরেও হাওড়া সিটি পুলিশের তরফ থেকে বিশেষ তল্লাশি চলছে।