হাওড়া, ১২ সেপ্টেম্বর:- এক রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে। অশোক জয়সোয়াল (৬০) নামের ওই রোগী গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউ’তে ভর্তি ছিলেন। শনিবার রাতে তিনি মারা গেলে রোগীর বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। ওই বেসরকারি হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় ছুটে যায় গোলাবাড়ি থানার পুলিশ। পুলিশের সঙ্গে রোগীর পরিবারের বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। পরে ঘটনাস্থলে বিরাট পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোগীর বাড়ির লোকজন চিকিৎসার গাফিলতির অভিযোগ করলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা অস্বীকার করে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।