কলকাতা, ৩০ জুন:- রাজ্য সরকারের বিধি নিষেধ মেনেই তিনটি রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা আগামী বৃহস্পতিবার থেকে রাস্তায় বাস নামাবে। বিষয়টি নিয়ে গতকাল সন্ধ্যায় পরিবহণ কর্তার একটি পর্যালোচনা বৈঠক করেন। পরিবহন দপ্তরের এক মুখপাত্র বলেন আসন সংখ্যার ৫০ শতাংশ যাত্রী নিয়ে এবং সম্পূর্ণ covid বিধি মেনেই গাড়ি চালানো হবে। তবে ডিজেলের মূল্যের কথা বিবেচনা করে এবং যেহেতু স্কুল কলেজ বন্ধ শহরতলীর লোকাল ট্রেন সরকারি বেসরকারি অফিস ও পুর দমে চালু হয়নি তাই প্রতিটি রুটে নূন্যতম গাড়ি চালানো হবে। এরপর যাত্রী সংখ্যা ও চাহিদা অনুসারে এই সংখ্যা এই বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা, ও উত্তরবঙ্গ রাষ্ট্রিয় পরিবহণ সংস্থা, তাদের লোকাল সার্ভিস এর পাশাপাশি স্বল্প দূরত্বের ভিন্ন জেলায় বাস চালাবে। NBSTC এর লং টাইম সার্ভিস এখুনি চালু করা সম্ভব না হলেও যাত্রী চাহিদার উপর বিষয়টি অনেক টা নির্ভর করছে বলে তিনি জানান।
এদিকে, পুরনো ভাড়ায় এবং covid বিধি মেনে বেসরকারি বাস রাস্তায় নামানো খুবই কঠিন বলে বাস মালিকদের সংগঠন গুলি দাবি করেছে। সংগঠনের প্রতিনিধিরা বলেন অফিস শিক্ষা প্রতিষ্ঠান এবং শহরতলীর ট্রেন সার্ভিস পুরোদমে চালু না হওয়ায় ডিজেল সহ গাড়ির অন্যান্য খরচের টাকা উঠবে না। Joint Council of Bus Syndicates এর সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, গতবার লক ডাউনের পর বেশ কিছু রুটে সরকারের অনুমোদন ছাড়া ভাড়া বৃদ্ধি করায় বাস মালিকদের সমস্যায় পড়তে hoyeche। কিন্তু এই পরিস্থিতিতে ভাড়া বৃদ্ধি ছাড়া বিকল্প কোনো পথ নেই। তিনি বলেন, অটোর ভাড়া সংশ্লিষ্ট মালিকরাই ঠিক করেন অথচ বাসের ক্ষেত্রে এটা হয় না। এক্ষেত্রে তিনি এই সংক্রান্ত মোটর ভেহিকল আইন সংশোধনীর দাবি জানান। বৃহস্পতিবার বার থেকে রাস্তায় বেসরকারি বাস নামবে কিনা সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, সংশ্লিষ্ট গাড়ির মালিকরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বেঙ্গল বাস সিন্ডিকেট চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল বৈঠকে বসছে।