এই মুহূর্তে জেলা

বিরোধীদের অভিযোগ উড়িয়ে পৌর-প্রশাসকের দাবী রিষড়াই ভ্যাকসিনে জেলার মধ্যে প্রথম।

হুগলি, ২৯ জুন:- করোনা ভ্যাকসিন নিয়ে নিন্দুকদের অপপ্রচার কার্যত উড়িয়ে দিয়ে রিষড়া পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র জানালেন করোনা টিকাকরনে জেলার মধ্যে রিষড়া পুরসভা় এক নম্বরে রয়েছে জেলার মধ্যে। বিজয়বাবু বলেন এই করোনাকালে মানুষদের সুরক্ষা দিতে রাজ্য সরকারের নির্দেশ মত আমাদের এখানে টিকাকরণ চলছে। ইতিমধ্যেই এই পুর এলাকায় ৩৫ হাজার মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে। অথচ বিরোধীরা বিশেষ করে বিজেপির কর্মী-সমর্থকরা এই নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আসল কথা বিজেপি বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয় গ্লানী সহ্য করতে পারছে না।

তৃণমূলের এই জয় কিছুতেই মানতে পারছেন না। তার জন্যই এ ধরনের উল্টোপাল্টা কথা তারা বলছেন। অন্যদিকে রিষড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর শুভজিৎ সরকার জানালেন এই মহামারী কালে আমাদের পুরসভার পক্ষ থেকে গরীব মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের দিকে যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। একদিকে যেমন বিভিন্ন কেন্দ্র থেকে গরিব মানুষদের দুপুরের আহার বিতরণ করা হচ্ছে তার। সঙ্গে সঙ্গে দল-মত নির্বিশেষে সমস্ত রিষড়া বাসী যাতে সুস্থ থাকতে পারেন তার জন্য করোনার টিকা দেয়া হচ্ছে প্রত্যেককে।শুধুমাত্র বিরোধিতা করার জন্য এই ধরনের নোংরা রাজনৈতিক খেলায় নেমেছেন বিরোধী বিজেপিরা।