এই মুহূর্তে জেলা

শতকে ভ্যাকসিন।

হাওড়া, ২৯ জুন:- বয়স তাঁর প্রায় শতক ছুঁইছুঁই। সরকারিভাবে আধার কার্ডে ৯৮। কিন্তু নিজের দাবি তিনি শতকে পা দিয়েছেন। এহেন মধ্য হাওড়ার বোষ্টমপাড়া এলাকার বাসিন্দা সনৎ চট্টোপাধ্যায় কোভিডের টিকা নিলেন। সেই ছোটবেলায় বসন্তের টিকা নিয়েছিলেন। তারপর কোভিড অতিমারিতে ভ্যাকসিন নিলেন সনৎবাবু। ভ্যাকসিন নেবার পর তিনি জানান, করোনার মতো অতিমারি দেখেননি। এই বয়সে ভ্যাকসিন নেওয়া নিরাপদ কিনা তা নিয়ে চিন্তিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। দিব্যি হেঁটে চলে বেড়ানো মানুষটার ভ্যাকসিন নিলে যদি অন্য কোনও শারীরিক সমস্যা দেখা দেয়? যদিও চিকিৎসকরা বলছেন, ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই।

তাই উনি ভ্যাকসিন নিতেই পারেন। কিন্তু তার আগে তাঁর শারীরিক পরীক্ষা করা প্রয়োজন। এরপর সনৎবাবু ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত নিলে তাঁর শারীরিক পরীক্ষা করা হয়। সব রিপোর্ট সঠিক থাকায় টিকা দেবার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর পুরনিগমের সঙ্গে যোগাযোগ করে তাঁর টিকার ব্যবস্থা করা হয়। সোমবার সনৎবাবু তাঁর বাড়িতে ভ্যাকসিনের প্রথম ডোজটি নেন। এদিন ওই টিকার প্রথম ডোজ তাঁকে দেবার পর স্বাস্থ্যকর্মীরা জানান, সনৎবাবু দেশের অন্যতম প্রবীণ নাগরিক। ওনাকে ভ্যাকসিন দিতে পেরে খুব ভাল লাগছে। এর মাধ্যমেই সমাজে সকলকে ভ্যাকসিন নেওয়ার জন্য বার্তা দেওয়া হলো।