কলকাতা এই মুহূর্তে

বাংলার আম উপহার স্বরূপ পাঠানো হলো রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দলের শীর্ষ নেতাদের।


কলকাতা, ২৯ জুন:- করোনা আবহে গত এক বছর বন্ধ থাকার পর এবার ফের রাজ্য সরকারের তরফে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন দলের শীর্ষ নেতাদের কাছে বাংলার আম উপহারস্বরূপ পাঠানো হয়েছে।দিল্লির বঙ্গ ভবন থেকে রাজ্য সরকারের উদ্যোগে এই আম পাঠানো হয়েছে৷, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এবং কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে এই আম পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে।

রাজ্যের তিন সেরা জাতের আম লক্ষণভোগ ল্যাংড়া এবং হিমসাগর এই তালিকায় রয়েছে। তবে এই প্রথম নয়, প্রতি বছরই মমতার তরফে বাংলার বাছাই করা আমের উপহার প্রধানমন্ত্রী সহ দিল্লির একাধিক নেতানেত্রীদের কাছে পৌঁছে যায় ৷ শুধু গত বছর করোনা অতিমারির বাড়াবাড়িতে আম পাঠানো বন্ধ ছিল৷ রাজনৈতিক মতবিরোধ দূরে সরিয়ে রেখে অতীতেও বিভিন্ন সময়ে মমতার তরফে উপহার পৌঁছে গিয়েছে মোদি- শাহদের কাছে৷ কখনও প্রধানমন্ত্রীকে বাংলার ধুতি, পাঞ্জাবি কখনও আবার বাংলার সেরা মিষ্টিও উপহার স্বরূপ প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কেন্দ্র-রাজ্য চূড়ান্ত সংঘাতের আবহে এই আম কূটনীতি কিছুটা হলেও প্রলেপ ফেলবে বলে রাজনৈতিক মহলের অভিমত।