এই মুহূর্তে জেলা

ভরা কোটালের বান দেখতে উৎসাহী মানুষের ভিড় হাওড়ায়।


হাওড়া, ২৬ জুন:- গঙ্গায় বড়ো বান আসার আগাম সতর্কতা ছিলই। গঙ্গা তীরবর্তী মানুষজনকে সতর্ক করা হয়েছিল প্রশাসনের তরফ থেকেও। শনিবার বেলা ১১-১০ মিনিট নাগাদ বান আছড়ে পড়ল গঙ্গার ঘাটে। এদিন বেলুড় জগন্নাথ ঘাটে ভরা কোটালের বান দেখতে ভীড় জমিয়েছিলেন বহু উৎসাহী মানুষ। বড়ো বান আছড়ে পড়ে গঙ্গার ঘাটে। গঙ্গার জলস্তর বেড়ে যায়। অনেকেই সেই দৃশ্য ক্যামেরাবন্দী করে রাখেন।