এই মুহূর্তে জেলা

জটুকে হত্যার চেষ্টার মামলায় বেকসুর খালাস অভিযুক্ত।

হাওড়া, ২৬ জুন:- হাওড়ার শিবপুরের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ীকে গালিগালাজ ও হত্যার চেষ্টার মামলায় বেকসুর খালাস পেলেন অভিযুক্ত ব্যক্তি। শুক্রবার হাওড়া জেলা ও দায়রা আদালতের বিচারক শম্পা দত্ত পাল ওই রায় দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালের ৫ জানুয়ারি শিবপুর বিধানসভা কেন্দ্রের তৎকালীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক জটু লাহিড়ী ব্যাঁটরা থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন এক ব্যক্তির বিরুদ্ধে। জটুবাবুর অভিযোগ ছিল, ওই ব্যক্তি তাঁকে গালিগালাজ করেন। শুধু তাই নয়, লোহার রড দিয়ে মাথায় আঘাত করে হত্যার চেষ্টাও করেন।

এই নিয়ে তৎকালীন বিধায়ক অভিযোগ দায়ের করেন পুলিশের কাছে। এই অভিযোগ পেয়েই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১/৩২৩/৩০৭/৫০৪ ধারায় মামলা রুজু করা হয়। পরে অবশ্য অভিযুক্তের জামিন হয়। এরপর জামিন অবস্থাতেই চলতে থাকে বিচার পর্ব। এই মামলায় স্থানীয় কাউন্সিলর সহ মোট ৫ জন সাক্ষ্যপ্রদান করেন সরকারের পক্ষে। যদিও, উপযুক্ত প্রমাণ দিতে না পারায় শুক্রবার অভিযুক্তকে বেকসুর খালাসের নির্দেশ দেন বিচারক। এই মামলায় অভিযুক্তের পক্ষে আইনজীবী ছিলেন স্বপন কোলে ও শঙ্খদীপ ভটক। এদিন আদালতে রায় ঘোষণার পর অভিযুক্ত ব্যক্তি জানান মিথ্যে মামলায় অভিযুক্ত করার জন্য জটু লাহিড়ীর বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।