এই মুহূর্তে কলকাতা

শেষ হলো পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্ব।

কলকাতা, ৬ জুলাই:- শেষ হল পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্ব। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় প্রচার পর্ব শেষ হয়। আগামী ৮ জুলাই শনিবার ভোটগ্রহণ শুরু হবে সকাল সাতটা থেকে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। রাজ্যের ৫ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ২৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬১ হাজার ৬৩৬। এরমধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা 4 হাজার 834। দার্জিলিং ও কালিম্পং বাদে কুড়িটি জেলাতেই গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নির্বাচন হবে। বিরোধী রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের একা িক দফায় ভোট ভোটের দাবি থাকা সত্ত্বেও রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী ই ভোট হচ্ছে এক দফা তে।

যদিও উচ্চ আদালতের পক্ষ থেকেও কমিশনের বিজ্ঞপ্তিকেই মান্যতা দেওয়া হয়েছে। এবার মনোনয়ন পর্ব থেকে বিভিন্ন জেলায় বেশ কিছু অশান্তি ও সন্ত্রাসের ঘটনার প্রেক্ষিতে শান্তির শৃঙ্খলা রক্ষায় রাজ্য পুলিশ এবং ৮২২ কোম্পানি আধা সামরিক বাহিনীর যৌথ তত্ত্বাবধানে ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। আগামীকাল সকাল দশটার মধ্যেই বিভিন্ন রাজ্য থেকে আসা কেন্দ্রীয় বাহিনী নির্ধারিত এলাকায় পৌঁছে যাবে। আগামী ১১ ই জুলাই গণনা।