এই মুহূর্তে জেলা

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পেয়ে খন্নানে রাস্তা অবরোধ।

সুদীপ দাস, ২১ জুন:- দু’ জায়গাতেই একই দাবী। সেই দাবী মেটাতেই কেউ পথ অবরোধ আবার কেউ বিডিও অফিসে বিক্ষোভে সামিল হলো। সপ্তাহের প্রথম দিন এই নিয়েই তোলপাড় হলো হুগলির পান্ডুয়া ব্লক। পান্ডুয়া ব্লকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পেয়ে সাধারনের ক্ষোভ দীর্ঘদিনের। এবারে পান্ডু্য়া ব্লকের খন্যান পঞ্চায়েতের অন্তর্গত পূর্বপাডা, রায়পাড়া প্রভৃতি এলাকার বাসিন্দারা পথ অবরোধে সামিল হল। সোমবার দূপুরে খন্ন্যানের হাটতলায় ওই এলাকার বাসিন্দারা জিটি রোড অবরোধ করে। রাস্তার উপর বসে পরে তাঁরা সরকারী বাড়ি পাওয়ার জন্য আবেদন জানাতে থাকে। অবরোধের জেরে সারি সারি গাড়ি দাঁড়িয়ে পরে।

প্রায় ঘন্টাখানেক ধরে অবরোধ চলার পর পান্ডুয়া থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। দূপুর দুটো নাগাদ এখানে অবরোধ উঠলেও একই দাবীতে পান্ডুয়ার পাঁচগ্রাম-তোরগ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়া এলাকার বাসিন্দারা সরব হয়। তাঁরা একত্রিত হয়ে পান্ডুয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে বিক্ষোভে সামিল হয়। বিডিও স্বাতী চক্রবর্তীর ঘরের সামনে বসে পরে বিক্ষোভ দেখানো শুরু করে। এবিষয়ে পান্ডুয়ার বিডিও কিছু বলতে না চাইলেও পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা বলেন সবসময় বিক্ষোভ-অবরোধ করে সমস্যার সমাধান হয় না। তিনি বলেন এ যাবৎকালে পান্ডুয়ায় প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্পে মোট ২৩ হাজার ৫০০ বাড়ি হয়েছে। তবে এখনও কিছু বাকি আছে। আমরা এবিষয়ে আলোচনা করে বাকি বাড়িগুলি করার পরিকল্পনা করব।