হাওড়া, ২১ জুন:- হাওড়ার শিবপুরে কন্টেনমেন্ট জোনের তালিকায় থাকা একটি বহুতলে শীততাপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি মেশিনের) কাজ করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম মুদাসসর সিদ্দিকী (২৩)। তিনি কলকাতার নারকেলডাঙ্গার বাসিন্দা। এদিন সকালে শিবপুরের রাঘব রেসিডেন্সি নামের ওই বহুতলে শীততাপনিয়ন্ত্রণ যন্ত্রের কাজ করছিলেন ওই যুবক। এদিন বিকেল নাগাদ ওই ঘটনা ঘটে। যুবকের সঙ্গীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তাঁর পরিজনরা।
জানা গেছে, তিনি একটি সংস্থার অস্থায়ী কর্মী ছিলেন। প্রায় বছর চারেক ধরে এই কাজ করছিলেন। তাঁর সংস্থার প্রতিনিধিরা তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। রাঘব রেসিডেন্সিকে কন্টেইনমেন্ট জোন চিহ্নিত করার পরেও কিভাবে সেখানে বাইরের লোকদের ঢুকতে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এনিয়ে কেউ মুখ খোলেননি।