Uncategorized

মানবিক পুলিশ। সুন্দরবনের ফ্রেজারগঞ্জে ঘূর্ণিঝড় ইয়াশ দুর্গতদের পাশে দাঁড়িয়ে ৬০০ পরিবারকে সহায়তা।

হাওড়া, ২১ জুন:- দক্ষিণ ২৪ পরগনায় সুন্দরবনের ফ্রেজারগঞ্জ এলাকার ঘূর্ণিঝড় ‘ইয়াশ’ এ ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াল হাওড়া সিটি পুলিশ। সোমবার হাওড়া সিটি পুলিশের ‘পাশে আছি’ প্রকল্পের মাধ্যমে মালিপাঁচঘড়া থানার উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল মালিপাঁচঘড়া থানা। ওই এলাকার কয়েকশ দুর্গত পরিবারের হাতে তুলে দেওয়া হল খাবার, জামাকাপড় সহ মোট ১৫টি আইটেম সম্বলিত একটি ব্যাগ। অন্য জেলায় গিয়ে এই ধরনের উদ্যোগ প্রথম বলে দাবি হাওড়া সিটি পুলিশের। সোমবার সকালে এই প্রকল্পের শুভ সূচনা করেন হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ অনুপম সিং।

এই প্রকল্পের ব্যাপারে তিনি বলেন, “আজ হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে মালিপাঁচঘড়া থানা উদ্যোগ নিয়েছে সুন্দরবন এলাকায় ‘ইয়াশ’ প্রভাবিত মানুষদের সাহায্য দেওয়া জন্য। খাবার জামাকাপড় সহ বেশ কিছু জিনিস পাঠানো হয়েছে সাহায্যের জন্য। মোট ৬০০ জনকে এদিন সাহায্য করা হবে। তিনি জানিয়েছেন পুলিশ অপরাধী, সমাজবিরোধীদের শক্ত হাতে যেমন দমন করে, তেমনি মানুষের জন্য ভালো কাজও করে। এর আগে হাওড়া সিটি পুলিশ মানুষের জন্য অনেক কাজ করেছে। কোভিডের সময় মানুষকে বিভিন্নভাবে সাহায্য করেছে। সেইটা ছিল শুধুমাত্র হাওড়া সিটি পুলিশ এলাকার মধ্যেই। কিন্তু অন্য জেলায় পাঠানো সাহায্য এই প্রথম বার হচ্ছে। এটা নতুন ধরনের উদ্যোগ বলে দাবি তাঁর।