এই মুহূর্তে জেলা

বন্যা দুর্গতদের পাশে সাংসদ অপরুপা পোদ্দার।

আরামবাগ, ১৯ জুন:- বন্যা দুর্গতদের পাশে হুগলি জেলার আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার। এদিন তিনি আরামবাগের টালিপাড়া, কালিপুর ও বাঁধ পাড়া এলাকায় যান।পাশাপাশি বন্য দুর্গত মানুষদের পাশে থাকার বার্তা দেন এবং রান্না করা খাবার নিজ হাতে পরিবেশন করেন। লাগাতার বৃষ্টি হওয়ায় দুঃস্থ মানুষের হাতে ত্রির্পল তুলে দেন। সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দীসহ অন্যান্যরা। উল্লেখ্য লাগাতার বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদীর জল বাড়ায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার মানুষেরা। যে সমস্ত বাঁধ সংলগ্ন এলাকায় বন্যার জল ঢুকে গেছে সে সমস্ত দুর্গত মানুষেরা অস্থায়ী ভাবে নদী বাঁধের ওপর ঘর তৈরি করেন।

কিন্তু দুর্গতদের কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। স্কুল বাড়ি ও ত্রান শিবিরে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে প্রশাসন। তিনদিন ধরে এই সব ত্রাণ শিবির গুলিতে আশ্বয় নিয়ে আছেন দুর্গত মানুষেরা। এদিন এই সমস্ত দুর্গত মানুষের কথা শোনেন আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার। পাশাপাশি রান্না করা খিচুরি তাদের পরিবেশন করে খাওয়ান। এই বিষয়ে সাংসদ অপরুপা পোদ্দার বলেন, আমরা সাধারণ মানুষের পাশে আছি। আগে আরামবাগের টালিপাড়া মানুষ বসবাসের জায়গা ছিলো না। মা মাটি মানুষের সরকার এদের থাকার জায়গা থেকে শুরু করে পানীয় জল, টয়লেট সবই করে দিয়েছে। বন্যা দুর্গত মানুষের যাতে অসুবিধা না হয় তার জন্য আমরা সকলে মিলে কাজ করছি। সব মিলিয়ে আবারও অতিবর্ষনের ফলে দুর্গত অসহায় মানুষের পাশে দেখা গেলো আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দারকে।