এই মুহূর্তে খেলাধুলা

অস্ট্রেলিয়া সফর নিয়ে বড়সড় আপডেট দিলেন বোর্ড প্রেসিডেন্ট !


স্পোর্টস ডেস্ক , ১৩ জুলাই:- বছর শেষে ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা বিরাট কোহলিদের। তবে অস্ট্রেলিয়া প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে অস্ট্রেলিয়ায় পৌঁছে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে টিম ইন্ডিয়াকে। এ বিষয়ে আপত্তি জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি মনে করেন ১৪ দিন কোয়ারেন্টিনে থাকলে হতাশা গ্রাস করতে পারে ক্রিকেটারদের। তাই ভারতীয় বোর্ডের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার কাছে আবেদন জানান হয়েছে ১৪ দিনের পরিবর্তে একটু কম সময় যেন কোয়ারেন্টিনে রাখা হয়। সৌরভ গাঙ্গুলি বলেন, ” … আমরা (অস্ট্রেলিয়া) সফর নিশ্চিত করেছি। আগামী ডিসেম্বরে আমরা আসছি… আমি চাই যে কোয়ারেন্টিনে থাকার দিনটা যাতে একটু কম করা হয়।

আমরা চাই না ক্রিকেটাররা হোটেলে থেকে দু সপ্তাহ ধরে বন্দিদশায় দিন কাটিয়ে হাঁফিয়ে ওঠে। আসলে এটা খুবই হতাশার আর তা ছাড়া এটা অবসাদ এনে দেয় মনে। ” তাছাড়া মেলবোর্ন ছাড়া অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে করোনা পরিস্থিতি খুব একটা আশঙ্কাজনক নয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে এ ব্যাপারে কথাও হয়েছে ভারতীয় বোর্ডের। তাই সৌরভের আশা অস্ট্রেলিয়ায় পৌঁছে দ্রুত মাঠে নামতে পারবেন কোহলিরা। বছর শেষে ৪ টেস্টের সিরিজে স্মিথ বনাম কোহলির দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। আগের সফরেই প্রথম এশীয় দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া।