এই মুহূর্তে জেলা

কেশপুরে এক সোনার দোকানের ডাকাতির ঘট্নায় চাঞ্চল্য

পশ্চিম মেদিনীপুর , ১০ ফেব্রুয়ারি:- পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের রানিয়ড় বাজারে এক সোনার দোকানে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়, সোনার দোকানের মালিক শ্যামল কুমার মন্ডল জানান সকালবেলায় দোকান খুলতে এসে দেখি দোকানের তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে,পাশাপাশি খোয়া গিয়েছে লক্ষাধিক টাকার সোনার গহনা, সাথে সাথে স্থানীয় দোকানদারের তৎপরতায় খবর দেওয়া হয় আনন্দপুর থানার পুলিশকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশ ক্যাম্প থেকে থেকে মাত্র ৩০ মিটার দূরে অবস্থিত এই দোকানে কিভাবে এ ঘটনা ঘটলো,পাশাপাশি এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে সমগ্র এলাকায়, অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ।