এই মুহূর্তে কলকাতা

কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে না থাকার কারণ জানতে চেয়ে প্রাক্তন মুখ্যসচিবকে নোটিস।


কলকাতা , ১ জুন:- গত শুক্রবার কলাইকুন্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে পর্যালোচনা বৈঠকে তিনি কেন উপস্থিত ছিলেন না তা জানতে চেয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে তার কাছে প্রশ্নের উপযুক্ত জবাব চাওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। প্রটোকল ভেঙে তিনি ঐদিন কেন্দ্রের ডাকা বৈঠকে যোগ দেননি বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় এই নোটিসটি দেওয়া হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে। প্রসঙ্গত, শুক্রবার প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে অনুপস্থিত থাকার পর রাতেই আলাপনবাবুকে রাজ্যের মুখ্যসচিব পদ থেকে সরিয়ে দিল্লিতে কর্মীবর্গ বিভাগে কাজে যোগ দেওয়ার চিঠি দেয় কেন্দ্র।

সোমবার সকাল ১০টার মধ্যে দিল্লিতে গিয়ে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এই আইএএস আধিকারিককে। ঘটনাচক্রে আবার সোমবারই ছিল আলাপনবাবুর চাকরিজীবনের শেষ দিন। রাজ্য সরকারের অনুরোধেই তাঁর চাকরির মেয়াদ মাস তিনেক বাড়িয়েছিলেন কেন্দ্রের ক্যাবিনেট সচিব। কিন্তু যে পদে ) রাখার জন্য তাঁর চাকরির মেয়াদ বাড়ানো হয়েছিল, শুক্রবার সেই পদ থেকেই সরিয়ে দেওয়া হয় আলাপনবাবুকে। তাই আর এক্সটেনশন না নিয়ে সোমবারই চাকরি থেকে অবসর নেন আলাপনবাবু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নিজের মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছেন। আড়াই লক্ষ টাকা বেতন ও আইএএস আধিকারিক এর সমতুল্য অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে তাকে। আজ থেকেই আলাপন বন্দ্যোপাধ্যায় নতুন পদে যোগ দিয়েছেন।