এই মুহূর্তে জেলা

চন্দ্রবোড়ার আতঙ্কে হুলুস্থুল বেলুড়ের শান্তিনিকেতন কলোনি।

হাওড়া , ২৮ মে:- হাওড়ার বেলুড়ের এম এল রোডের শান্তিনিকেতন কলোনি এলাকা থেকে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক চন্দ্রবোড়া সাপ। প্রায় ৫ ফুট লম্বা সাপটিকে দেখতে পাওয়া যায় যায় বেলুড়ের ওই কলোনির একটি বাড়ির নিকাশি নালায়। শুক্রবার সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ ওই বিষধর সাপ দেখে আতঙ্কের সৃষ্টি হয় কলোনিতে। আতঙ্কিত এলাকার বাসিন্দারা খবর দেন বন দফতরে। পরে বনকর্মীরা ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দা রতন দে জানান, এদিন সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ সাপটিকে দেখতে পাওয়া যায়। কলোনির বাসিন্দারাই প্রথমে দেখতে পান সাপটিকে। তাঁরা বিশালাকার সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন।

পাশের জঙ্গল থেকে সাপটি চলে আসতে পারে বলে তাঁদের অনুমান। সাপটিকে না মেরে তাঁরা বন দফতরকে খবর দেন। বেশ কিছুক্ষণ পর বন কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। বন দফতর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সাপটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট। এটি অত্যন্ত বিষধর। কলোনির একটি বাড়ির নর্দমায় থেকে পাওয়া যায় এই সাপটিকে। পাশের জঙ্গল থেকে চলে এসেছে বলে মনে করছে তাঁরা। বৃষ্টির কারণে জঙ্গল থেকে সাপটি লোকালয়ে চলে এসেছে বলে মনে করা হচ্ছে। সাপটিকে উদ্ধার করে পাঠানো হবে সল্টলেকের প্রাণী উদ্ধার কেন্দ্রে। তারপর সেটি কোনও গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।