এই মুহূর্তে জেলা

ভ্যাকসিন কর্মসূচি ঘিরে বিক্ষোভ আরামবাগে ,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের হস্তক্ষেপ।

আরামবাগ , ২৮ মে:- শুক্রবার হুগলির আরামবাগ পৌরসভার স্বাস্থ্যকেন্দ্র থেকে পুনরায় প্রথম ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়। আরামবাগ চাঁদুর সংলগ্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে ভ্যাকসিন কর্মসূচি শুরু হওয়ার বেশ কিছুক্ষন পরেই বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনা স্থলে যায় আরামবাগ থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের মধ্যে চরম বিশৃঙ্খলা দেয়। যদিও আরামবাগ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। এরপর লম্বা লাইনে দাঁড়ানো ব্যক্তিরা ভ্যাকসিন না পেয়ে ক্ষোভে ফেটে পড়ে।

লাইনে বিশৃংখলা করার জন্য আরামবাগ থানার পুলিশ দুইজনকে আটক করে। কিন্তু এদিন ভ্যাকসিন নিতে এসে দাঁড়িয়ে থাকা অনেক মানুষই ভ্যাকসিন পেল না বলে অভিযোগ। তাদের অভিযোগ, স্বাস্থ্য কেন্দ্র থেকে কেন কোনও সুবন্দোবস্ত করা হলো না! প্রশ্ন তুলছে ভ্যাকসিন নিতে আসা মানুষেরা। ওয়ার্ড ভিত্তিক কুপনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এদিন অসংখ্য মানুষ ভ্যাকসিন পাওয়ার আসাই দাঁড়িয়েছিল কিন্তু তাদেরকেও খালি হাতেই বাড়ি যেতে হয়।