হুগলি , ২৩ মে:- প্রাকৃতিক দুর্যোগ, ঝড়ের নাম শুনলেই আতঙ্ক গ্রস্ত হয়ে পড়ে মানুষ। ঝড়ের তান্ডবে মানুষ্য সমাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রকৃতির বুকে গড়ে ওঠা জঙ্গলও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। হুগলি জেলার আরামবাগের একমাত্র ফরেস্ট, চাঁদুর ফরেস্টে বেশ কয়েক মাস আগে বয়ে যাওয়ায় ঝড়ের তান্ডবে তচনচ হয়ে যায় জঙ্গল।কয়েকশো গাছ ভেঙে পড়ে।তা এখনও জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে। চরম অবহেলায় চাঁদুর ফরেস্টের মধ্যে কয়েক মাস ধরে কয়েকশো গাছ ঝড়ে তান্ডবে ভেঙে পড়ে থাকলেও তা কাটাই করে পরিস্কার করার ব্যাপারে উদাসীনতার অভিযোগ তুলছে স্থানীয় মানুষ।
গাছ ভেঙে পড়লেও নতুন করে করে গাছ লাগানো না হওয়ায় জঙ্গলে গাছের সংখ্যা কমে গিয়ে ধ্বংসের মুখে। স্থানীয় মানুষের দাবী বনদপ্তরের উদাসীনতার জন্যই দ্বারকেশ্বর নদীর তীরে গড়ে ওঠা এই মনোরম পরিবেশে গড়ে ওঠা জঙ্গল চরম অবহেলায় রয়েছে। এই বিষয়ে আরামবাগ পঞ্চায়েত সমিতির বন দপ্তরের কর্মাধক্ষ্য শুনিল সামন্ত জানান ভেঙে পরা গাছগুলি পরিস্কার করার জন্য চাঁদুর ফরেস্টের সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে।যদি ব্যবস্থা না নেয় তাহলে বন দপ্তরের উচ্চ প্রশাসনিক দপ্তরে জানানো হবে। অন্যদিকে চাঁদুর বন দপ্তর সুত্রে জানা গিয়েছে, এক দফায় টেন্ডার করা হয়ে গাছ কাটা হয়েছে। বাকীগুলিও টেন্ডার করে কাটা হবে এবং বর্ষার সময় নতুন করে গাছ লাগানো হবে।এখন দেখার আরামবাগের চাঁদুর ফরেস্ট বাঁচাতে বন দপ্তর কি পদক্ষেপ নেয়।