হাওড়া, ২ অক্টোবর:- হাওড়া, হুগলি ও বর্ধমানের বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আকাশপথে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে হেলিকপ্টার করে রওনা দেন তিনি। দুপুরের মধ্যেই ফিরবেন তিনি। এদিন আঁটোসাটো নিরাপত্তা নেওয়া হয়েছিল ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে। উল্লেখ্য হাওড়া, হুগলী, পশ্চিম বর্ধমানে বন্যা কবলিত এলাকাগুলি এদিন পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ডুমুরজলা হ্যালিপ্যাড গ্রাউন্ড থেকে আকাশপথে তিনি এসব এলাকায় পরিদর্শনের জন্য রওনা হন তিনি। নিরাপত্তার বিষয়ে সকাল থেকেই প্রস্তুত ছিল পুলিশ প্রশাসন।
