কলকাতা, ১৭ মে:- নারদ স্ট্রিং অপারেশন মামলায় রাজ্যের তিন মন্ত্রী বিধায়কের গ্রেফতারি ঘিরে আজ সকাল থেকেই উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। সকালে যেভাবে ওই নেতাদের বাড়ি থেকে সিবিআই দপ্তরে নিয়ে এসে গ্রেফতার করা হয় তার পদ্ধতিগত দিক নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে ওই মামলার অন্যতম অভিযুক্ত মুকুল রায়, শুভেন্দু অধিকারী র মত অধুনা বিজেপি নেতা সহ মোট ১৩ জনের নাম অভিযুক্তের তালিকায় থাকলেও বেছে বেছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা মন্ত্রীদের গ্রেফতার করায় এই গ্রেফতারির রাজনৈতিক দিক থেকে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস।
দলের নেতাদের গ্রেফতারি বেআইনি বলে দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি নিজে সিবিআই দপ্তরে গিয়ে গ্রেপ্তার হওয়া নেতাদের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি আইনগতভাবে ও এই ঘটনার মোকাবিলা করার জন্য দলের আইনজীবী নেতাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। অভিযুক্ত ওই নেতাদের আজি আদালতে পেশ করা হলে তৃণমূল কংগ্রেসের তরফে আইনি লড়াই চালানো হবে বলে জানানো হয়েছে। যদিও সিবিআই সূত্রে জানা গিয়েছে পদ্ধতি মেনে ওই নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যপালের কাছ থেকে অনুমতি পাওয়ার পরেই মন্ত্রী এবং বিধায়কদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। রাজ্যসভা ও লোকসভার সদস্য ও প্রাক্তন সদস্য যাদের নাম অভিযুক্ত তালিকায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নেওয়ার পর তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।