এই মুহূর্তে কলকাতা

রাজ‍্য সরকারের উদ‍্যোগে, ভারতের প্রথম স‍্যানিটাইজ শহর কলকাতা!।

 

প্রদীপ সাঁতরা ,২৬ মার্চ:- কলকাতার প্রাচীন ঐতিহ্যের ধারক ও বাহক হিসাবে এখনো পর্যন্ত বাংলার সংস্কৃতি প্রবণ মানসিকতাকে কাঁধে করে বয়ে নিয়ে চলেছে স্বয়ং কলকাতাই। ভারত বর্ষ থেকে সেই কবেই ব্রিটিশরা তল্পিতল্পা গুটিয়ে ইংল্যান্ডে ফিরে গেছে। তারপর স্বাধীনতার সূর্যের আলোয় আজ ও ভারতবাসী উদ্ভাসিত কিন্তু বঙ্গের যে প্রাচীন ঐতিহ্যের লম্বা লিস্ট এখনো পর্যন্ত বিরাজমান, তা বলাই বাহুল্য। এই লম্বা লিস্ট এর মধ্যে যেমন আছে হাতে টানা রিকশা, আছে ট্রাম,আছে স্ট্রীট লাইট এবং আরও অনেক কিছু। এরই পাশাপাশি আজও শহর কলকাতার রাজপথ কে ভোরের আলো ফোটার সাথে সাথে জল দিয়ে পরিষ্কার করার প্রাচীন রীতি সমানভাবে বহমান।

There is no slider selected or the slider was deleted.

আজ বেশ কিছুদিন গোটা বিশ্বের সাথে ভারতবর্ষও করনা ভাইরাসের মতো এক মহামারীর করালগ্রাসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সেই বিন বুলায় মেহমান কে পরাজিত করার জন্য কেন্দ্র সরকার সহ রাজ্য সরকার সর্বশক্তি দিয়ে ময়দানে নেমেও পড়েছে‌। রাজ্য সরকার যে করোনা মোকাবিলায় স্বতস্ফূর্ত পদক্ষেপ নিয়েছে তার মধ্যেও ঠাঁই পেয়েছে কলকাতার প্রাচীন সেই ঐতিহ্য।সেই জন্য রাজ‍্য সরকার অত‍্যাধুনিক জলের গাড়িতে করে ঔষধ মিশ্রিত জল দিয়ে গোটা কলকাতাকে স‍্যানিটাইজার করার এই উদ্যোগের জন্য রাজ্য সরকারের কতটা ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে তা সময়ই বলবে কিন্তু এতে যে সর্বান্তঃকরণে কলকাতাবাসীদের করোনা ভাইরাসকে মোকাবিলা করার জন্য শক্তি যোগাবে তা এক বাক্যে স্বীকার্য।

There is no slider selected or the slider was deleted.

কলকাতা কর্পোরেশনের উদ্যোগে এই স‍্যানিটাইজার করা জলের গাড়ি দিনে বেশ কয়েকবার কলকাতার রাজপথকে পরিষ্কার-পরিচ্ছন্ন করছে তাই এই মহৎ উদ্দেশ্যের জন‍্য রাজ্য সরকারকে আলাদা করে কুর্নিশ জানাতেই হয়। কারণ এই পদ্ধতি প্রয়োগ ভারতবর্ষের মধ্যে প্রথম কলকাতা সহ রাজ‍্য সরকারি করে দেখালো‌।যদিও এই একই পদ্ধতিতে চীনও প্রয়োগ করেছিল বলে সূত্র মারফত জানা যায়।

There is no slider selected or the slider was deleted.