কলকাতা, ১১ ফেব্রুয়ারি:- মা উড়ালপুলের রেলিংয়ের ওপর হঠাৎই উঠে পড়লেন এক যুবক। যুবককে উদ্ধার করতে তৎপর পুলিশ এবং দমকল বাহিনী। পার্ক সার্কাসের ৪ নম্বর সেতুর কাছের ঘটনা। সেতুর বিমে দীর্ঘদিন বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে থাকেন ওই যুবক। তাঁর গলায় একটি দড়ি ঝোলানো ছিল। পুলিশের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয় ওই যুবকের।
পুলিশ সূত্রে খবর, যুবকের নাম আনোয়ার। নিয়োগের দাবিতেই তিনি এই কাজ করেছেন বলেই তাঁর দাবি। অবশেষে দমকল কর্মী এবং কলকাতা পুলিশের আধিকারিকদের সহযোগিতায় যুবককে ব্রিজ থেকে নামিয়ে আনা সম্ভব হয়েছে।