পূর্ব বর্ধমান , ১৪ মে:- বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আজ একটা বাঙালির পার্বণ,আজ শুভ অক্ষয় তৃতীয়া। পয়লা বৈশাখের মতই এই দিনটিও বাঙালির কাছে এক উৎসবের দিন। এই শুভদিনে ব্যবসার পুজো করেন অনেক ব্যবসায়ী। পাশাপাশি বহু গৃহস্থবাড়িতে গণেশ ও লক্ষীর পুজো হয় এই দিনটিতে । যদিও করোনা পরিস্থিতির কারণে এ বছরে উৎসবে অনেকখানি ভাটা পড়েছে। প্রশাসনিক নির্দেশ মেনে স্বাস্থ্যবিধি বজায় রেখে মুখে মাস্ক পরে কোনরকমে অক্ষয় তৃতীয়ার পূজা সম্পন্ন হচ্ছে। পুরহিতও মাস্ক পরে পূজা-অর্চনা করছেন। মন্তেশ্বর এর এক ব্যবসায়ী ও পুরোহিতরা আমাদের কি জানালেন দেখুন।