হাওড়া,৫ ফেব্রুয়ারি:- সায়ন্তন ঘোষালের পরিচালনায় আগামী ১০ ফেব্রুয়ারী সাড়ম্বরে মুক্তি পেতে চলেছে নতুন বাংলা ছবি ‘এল এস ডি, লাল স্যুটকেসটা দেখেছেন ?’ সোহমস এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই ছবি। ছবি মুক্তির আগে শনিবার সন্ধ্যায় হাওড়ার আভানী রিভারসাইড মলে ছবির প্রচারে হাজির ছিলেন এই ছবির কলাকুশলীরা।জানা গেছে, কলেজ পড়ুয়া কয়েকজন ছেলেমেয়েদের নিয়েই এই গল্প। প্রথমে নেশার জালে জড়িয়ে যাওয়া আর এরপর ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যাওয়ার গল্প থাকলেও সত্যিই কিন্তু হারিয়ে যাওয়া নয়, বরং জীবনকে খুঁজে পাওয়া যাবে নতুন করে। যেখানে বার্তা স্পষ্ট জীবনের চেয়ে বড় নেশা আর কিছুতে নেই। এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন সোহম চক্রবর্তী, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, লাবণী সরকার, জুন মালিয়া’রা। ছবি মুক্তির আগেই এই ছবির ট্রেলার নিয়ে দর্শকদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে এই প্রশ্নের উত্তরে সায়নী ঘোষ বলেন, ‘সত্যিই অভূতপূর্ব সাড়া মিলেছে। এবং প্রথম দিন যখন এই বাংলা ছবির ট্রেলার মুক্তি পেয়েছে তখন থেকেই মিলিয়ন অফ ভিউয়ার। এটা একটা অন্য স্বাদের ছবি। অন্য বিষয়বস্তু নিয়ে ছবি।
মানুষ যে এতো সাড়া দিয়েছেন ভালো লাগছে। আশা করছি যেভাবে দর্শক ট্রেলার দেখে রেসপন্স করেছেন, সেভাবে সিনেমা হলে গিয়েও রেসপন্স করবেন।’ যুব সমাজের কাছে এই ছবির কি মেসেজ যাবে এর উত্তরে সায়নী ঘোষ বলেন, ‘আমরা সবকিছু ইতিবাচক রাখার চেষ্টা করছি। নিজের ছবির ক্ষেত্রেও তাই। এই ছবিতেও ড্রাগের বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে। ছবিটার নাম যতই ‘এল এস ডি’ হোক না এটা ড্রাগের বিরুদ্ধে মানুষকে সচেতনতার ছবি। আসলে ‘ইট ইস টু প্রোমোট অ্যাওয়ারনেস এগেনস্ট ড্রাগ।’ এই ছবির সঙ্গে যুক্ত আমরা সকলে মিলেই একটা পজিটিভ ইনপুট দিয়েছি। সেইজন্য এতো ভালো সাড়া মিলেছে।’ ছবির মুখ্য চরিত্রে থাকা অভিনেতা সোহম চক্রবর্তী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘আমার মনে হয় প্রত্যেক ছবিতেই আমি কামব্যাক করি। প্রত্যেক ছবি আমার কাছে নতুন মনে হয়।’ এই ছবির অন্যতম মুখ অভিনেতা কাঞ্চন মল্লিক বলেন, ‘আমরা আপামর বাংলা ছবির দর্শকদের জন্য ছবিটা বানিয়েছি। যে কোনও প্রেক্ষাগৃহেই দর্শকরা এসে ছবিটা দেখলে আমরা নিজেদের ভাগ্যবান বলে মনে করব। আপনারা পাশে থাকলেই বাংলা ছবির জন্য আমরা লড়ে যাব।’