এই মুহূর্তে জেলা

মাস্ক ছাড়া রাস্তায় বেরোলেই ধরপাকড়। সৌজন্যে হাওড়ার মালিপাঁচঘড়া থানার পুলিশ।

হাওড়া, ২১ এপ্রিল:- মাস্ক ছাড়া রাস্তায় বেরোলেই শুরু হয়েছে পুলিশের ধরপাকড়। সৌজন্যে হাওড়ার মালিপাঁচঘড়া থানা। করোনা অতিমারী পরিস্থিতিতে ইতিমধ্যেই দেশ জুড়ে বহু মানুষ সংক্রমিত হয়েছেন। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি হাওড়া জেলাতেও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রশাসনের তরফ থেকে বার বার মাইকে প্রচার করা হচ্ছে, যাতে সকলে নির্দিষ্ট দূরত্ব মেনে চলেন। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করেন। কিন্তু তা সত্ত্বেও বহু মানুষকে দেখা যাচ্ছে যারা করোনা সতর্কতা মানছেন না। বিনা মাস্কে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন। বুধবার সকালে হাওড়ার মালিপাঁচঘড়া থানার তরফ থেকে এই নিয়ে এক বিশেষ অভিযান চালানো হয়। মালিপাঁচঘড়া থানার আইসি অমিত কুমার মিত্রের উদ্যোগে থানার অফিসাররা ওই থানা এলাকার বিভিন্ন বাজার, শপিং মল, দোকান, স্টল প্রভৃতি জায়গায় অভিযান চালান। যাদের মুখে মাস্ক ছিলনা তাদের তৎক্ষণাৎ আটক করা হয়। জরিমানা করা হয়। আচমকাই পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। পথচলতি মানুষ থেকে শুরু করে ক্রেতা এবং বিক্রেতা যাদের মুখে মাস্ক ছিলনা তাদের এদিন পুলিশ হাতেনাতে ধরে। আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশের বক্তব্য, বারবার সরকারের তরফ থেকে আবেদন জানানো হচ্ছে সকলে যেন করোনা বিধি মেনে চলেন। করোনা সতর্কতা মেনে চলেন। তা সত্বেও বহু মানুষের মধ্যে এখনও সচেতনতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। সেই কারণেই পুলিশ দিন এই আচমকা অভিযান চালায়। একাধিক জনকে পুলিশ আটক করে এবং জরিমানা করা হয়। আগামী দিনেও পুলিশ এইভাবে বিভিন্ন জায়গায় অতর্কিতে অভিযান চালাবে বলে জানা গেছে। দেশ, রাজ্য তথা জেলা জুড়ে বাড়তে থাকা করোনা আবহে মানুষকে সচেতন করতেই এদিন হাওড়া সিটি পুলিশের মালিপাঁচঘড়া থানার পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয়। সালকিয়া, বাঁধাঘাট, হরগঞ্জ বাজার অঞ্চল, যেখানে গত বছর উত্তর হাওড়ার প্রথম কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছিল, সেই সালকিয়ার হরগঞ্জ বাজার অঞ্চলে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলাকালীন অবস্থায় মানুষকে আরও বেশি করে সচেতন করতে মাস্ক ব্যবহারকে বাধ্যতামূলক করতেই আজ থানার পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এই বিশেষ উদ্যোগকে এলাকার সাধারন পথচলতি মানুষ থেকে ব্যবসায়ীরাও সাধুবাদ জানাচ্ছেন। আজকের এই অভিযানে যারা মাস্ক ব্যবহারে এখনও অনীহা দেখাচ্ছেন তাদেরকে আটক করে মালিপাঁচঘড়া থানার পুলিশ এবং বাধ্যতামূলক জরিমানাও করা হয়। সবটাই করা হয় করোনা ভাইরাসকে প্রতিহত করতে মানুষকে সজাগ করতে।