এই মুহূর্তে কলকাতা

পঞ্চায়েতেও অনলাইনে সম্পত্তিকর মেটাতে পারবেন বাসিন্দারা।

কলকাতা, ১৬ জুলাই:- পুরসভার মত এবার থেকে পঞ্চায়েত এলাকার বাসিন্দারা অনলাইনেই সম্পত্তিকর মেটাতে পারবেন। কম্পিউটার বা স্মার্টফোন থাকলে অনলাইনে সম্পত্তিকর জমা দেওয়া যাবে। সদ্য পঞ্চায়েত ভোট শেষ হয় এখন সব জেলায় ভোট গঠনজনিত প্রক্রিয়া চলছে। তাই আপাতত শিলিগুড়ি মহাকুমা পরিষদ এলাকায় পাইলট প্রজেক্ট হিসেবে এই ব্যবস্থা চালু হচ্ছে। এর আগে অনলাইনে খাজনা জমা করার পরিষেবা উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিক থাকলে পুজোর আগেই গোটা রাজ্যে এই পরিষেবা চালু হয়ে যাবে। রাজ্যের ৩৩৩৯টি গ্রাম পঞ্চায়েতে এক যোগে শুরু হবে এই সুবিধা। ইতিমধ্যে এ সংক্রান্ত প্রাথমিক কাজ সেরে ফেলেছে রাজ্যের পঞ্চায়েত দফতর।

এতদিন শুধুমাত্র পুরসভা এলাকায় এই সুবিধা মিলত। অনেক মানুষ আছেন, যাঁদের পৈতৃক বাড়ি গ্রামে। তাঁরা কর্মসূত্রে কলকাতায় বা রাজ্যের বাইরে থাকেন। এই পরিষেবা চালু হলে তাঁদের আর কর জমা দিতে গ্রামে ছুটে যেতে হবে না। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে পাহাড়প্রমাণ বকেয়া পড়ে থাকার সমস্যাও কমবে। এখন পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে সরাসারি সম্পত্তি কর জমা দেওয়া হয়। তাছাড়া কর সংগ্রাহকেররা বাড়ি বাড়ি গিয়েও সম্পত্তি কর সংগ্রহ করেন। এই কর সংগ্রাহকদের সংখ্যাটা প্রায় সাড়ে ৪ হাজার। নবান্ন সূত্রে খবর, এখন থেকে তাঁদের কাছে থাকবে একটি করে কিউ আর কোড এবং পস মেশিন। এর মাধ্যমে ইউ পি আই এবং ডেবিট কার্ডের মাধ্যমে কর দেওয়া যাবে।