এই মুহূর্তে জেলা

আজ হাওড়ায় শেষ দিনের প্রচারে পথে সব রাজনৈতিক দল।

হাওড়া, ৮ এপ্রিল:-বাংলায় চতুর্থ দফার নির্বাচনের আগে আজ বৃহস্পতিবার প্রচারের শেষ দিন। শেষ দিনের প্রচারে সকাল থেকেই পথে নেমেছে সব রাজনৈতিক দল। মধ্য হাওড়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ রায় এদিন সকালে নিজের বিধানসভা এলাকায় পায়ে হেঁটে প্রচার করেন। এই প্রচারে মহিলাদের উপস্থিতি ছিল নজর কাড়ার মতো। অরূপ রায় জানান, প্রচারে যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন তাতে ভালো মার্জিনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। হাওড়াতেও ১৬-০ ফল হবে তিনি দাবি করেন।

এদিন শিবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোজ তিওয়ারির সমর্থনে এক রোড শো’তে বলিউডের খ্যাতনামা অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন অংশ নেন। বেলগাছিয়া ছাত্র মিলন সংঘের মাঠ থেকে বিশাল র‍্যালি শুরু হয়। প্রার্থী মনোজ তিওয়ারি ছাড়াও দলের সদরের সভাপতি ভাস্কর ভট্টাচার্য, তৃণমূল নেতা চন্দন কান্তি চক্রবর্তী প্রমুখ রোড শো’তে অংশ নেন। জয়া বচ্চনকে দেখতে রাস্তার দু’ধারে প্রচুর মানুষ ভীড় জমান। অন্যদিকে, চতুর্থ দফা নির্বাচনের শেষ প্রচারে উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের প্রচারে এদিন অংশ নেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এদিন প্রচার হয়। অর্জুন সিং এদিন অরূপ রায়কেও কটাক্ষ করেন।