হুগলি , ১৩ জুন:- পশ্চিমবাংলার রাজ্যপাল যেভাবে বিজেপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সার দালালি করছেন এক কথায় তা রাজ্যপাল সুলভ কাজ নয । রাজ্যপাল যে ব্যাপারে প্রশ্ন তুলছেন সে ব্যাপারে আমরা সবাই ব্যথিত। রাজ্য সরকার অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছেন ।অথচ উনি কি করছেন ,উনি রাজভবনে বসে এককথায় গণতন্ত্রকে হত্যা করছেন। যদি কেউ এখানে গণতন্ত্রকে হত্যা করে থাকে তার নাম জাগদীপ ধনকার। আজ এইভাবে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে তোপ দাগলেন । তিনি প্রশ্ন করেছেন যখন করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে কতদিন তিনি কবিদ হাসপাতালে গিয়ে এই সমস্ত রোগীদের পাশে দাঁড়িয়েছেন।
যখন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রদের দ্বারা ঘেরাও হয়েছিলেন তখন তো তাকে উদ্ধার করতে সঙ্গে সঙ্গে দৌড়ে ছিলেন কিন্তু এখন এই বিপদের দিনে কেন আপনি এই সমস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন না । তার প্রশ্ন আপনি কটা কোভিদ হসপিটাল ভিজিট করেছেন কতজন মৃত ব্যক্তির শেষকৃত্যে শ্মশানে গিয়ে তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন যদি আপনি প্রকৃত মানুষ হন তাহলে এএই কাজ গুলো করবেন। আসলে নির্বাচন এসে গেছে এই সময় বিজেপির কিভাবে দালালি করা যায় সেই কাজটা করে চলেছেন । এবং গণতন্ত্রের মিনারে বসে গণতন্ত্রকে হত্যা করছেন । কল্যাণবাবু ক্ষোভের সঙ্গে বলেন এই রাজ্যপাল হিসেবে রাজভবনে থাকার কথা নয় ওনার উচিত বিজেপি অফিসে গিয়ে বিজেপি কর্মীদের মতন কাজ করা।