এই মুহূর্তে কলকাতা

তৃতীয় দফায় ৯৮ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার বেশি ।

কলকাতা , ৫ এপ্রিল:- আগামী ৬ ই এপ্রিল ২০২১ বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। ২০৫ জন প্রার্থী এই দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৩১ টি আসনে ভোটগ্রহণ করা হবে। এই পর্যায়ে ভোটগ্রহণ হবে বাসন্তী, কুলতলী, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, উলুবেরিয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়নপুর, জগৎবল্লভপুর, জাঙ্গিপারা, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুড়শুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল।

প্রার্থীদের স্বঘোষিত হলফনামা অনুযায়ী:-

২০৫ জন প্রার্থীর মধ্যে ৫৩ (২৬%) জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তার মধ্যে ৪৩ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা। মোট প্রার্থীর মধ্যে ৩৩ (১৬%) জন কোটিপতি। এই দফায় প্রার্থীদের মাথাপিছু গড় সম্পদ ৭৮.৫৬ লক্ষ টাকা। ১০২ (৫০%)জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে, ৯৮(৪৮%) জন প্রার্থী ঘোষণা করেছেন তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার বেশি, দুজন প্রার্থীর ডিপ্লোমা আছে, এবং একজন ব্যক্তি শুধুমাত্র স্বাক্ষর। দ্বিতীয় দফায় ২০৫ জন প্রার্থীর মধ্যে ১৩ জন (৬%) প্রার্থী মহিলা।