এই মুহূর্তে জেলা

তৃণমূল কংগ্রেসের হুগলি-শ্রীরামপুর জেলার সম্পাদক হলেন অচ্ছেলাল যাদব।

তরুণ মুখোপাধ্যায়, ১৩ এপ্রিল:- গতকাল হুগলি শ্রীরামপুর তৃণমূল কংগ্রেস সাংগঠনিক জেলার যে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে তাতে স্থান পেয়েছেন হুগলি জেলার বর্ষীয়ান লড়াকু নেতা এবং কানাইপুর পঞ্চায়েতের জনপ্রিয় প্রধান আচ্ছেলাল যাদব। হুগলি জেলায় তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে তিনি একজন সক্রিয় কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় এর অন্যতম সৈনিক আকবর আলী খন্দকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হুগলি জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার অন্যতম কারিগর ছিলেন আচ্ছেলাল যাদব ।২০১৩ সালে শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির তিনি সহ-সভাপতি নির্বাচিত হন। পরবর্তীকালে ২০১৮ সালের দলের নির্দেশে তিনি কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পদের জন্য লড়াই করেন এবং বিপুল ভোটে যেতেন এবং প্রধানের দায়িত্ব নেন।

কিন্তু দলীয় সংগঠনে পরবর্তীকালে তাকে সেই ভাবে ব্যবহার করা হয়নি, এবার এই প্রথম দল তাকে সংগঠনের কাজে লাগাবার জন্য জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ স্থান দিয়েছে। সিপিএম জমানায় কঠিন পরিস্থিতির মধ্যেও অকুতোভয় আচ্ছেলাল যাদব তার লড়াই চালিয়ে গেছেন। ২০১৬ সালের নির্বাচনে বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে উত্তরপাড়ার তৃণমূল কংগ্রেসের ভালো ফল করার অন্যতম সেনাপতি ছিলেন এই আচ্ছে লাল। জেলা কমিটিতে স্থান পাওয়ায় তার প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে রাজনৈতিক পথ চলা চালিয়ে গেছেন। তৃণমূলের সমস্ত স্তরের নেতাকর্মীদের নিয়ে দল করেছেন এবং আগামী দিনে ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আশীর্বাদ নিয়ে এই জেলায় তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার কাজে নিজেকে নিয়োজিত করবেন।