এই মুহূর্তে জেলা

মান অভিমান ভুলে কে কি করল না দেখে হাওড়ায় তৃণমূল দলটাকে বাঁচাতে হবে। বললেন প্রসূন।

হাওড়া, ১ জানুয়ারি:- কে কি করল না দেখে নিজের দলটাকে তো বাঁচাতে হবে। গত ৬ মাস ধরে দেখছি হাওড়ায় দলে কেমন যেন একটা ব্রেক হয়ে গেছে। আমারও এটা নিয়ে খুব মন খারাপ। পরিবারে থাকতে গেলে একটু আধটু মান অভিমান হতেই পারে। হঠাৎ দেখলাম হাওড়ায় দলে পরিবর্তন করা হল। তাতে ক্ষতি নেই। কিন্তু কাজ তো করতে হবে। বাইচুং ভুটিয়া দলের ক্যাপ্টেন হলে তাকেও তো মানতে হবে। কেন এখনো হাওড়ায় দলের কমিটি হলোনা আমি জানিনা। আমি খেলোয়াড় জীবনে দলগত খেলা খেলেছিলাম। দিদিকে অনুরোধ করব জানুয়ারির শেষে সবাইকে একসঙ্গে নিয়ে আলোচনায় বসব। হাওড়ায় বললেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।